রংপুরে প্রজন্ম সমাজকল্যান ও ক্রীড়া পরিষদের আয়োজনে মাদক, সন্ত্রাস ও দূর্নীতি বিরোধী প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ হয়েছে। গতকাল সিটি কর্পোরেশন মিলনায়তনে টুর্নামেন্টের বিজয়ী দল ভাই ভাই একাদশ ও বিজিত দল ডেঞ্জার বয় একাদশের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মনজুর আহমেদ আজাদ। প্রজন্ম সমাজকল্যান ও ক্রীড়া পরিষদের সভাপতি খোরশেদ আলম মিঠু’র সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অতিথি ছিলেন, প্যানেল মেয়র মাহামুদুর রহমান টিটু, জেলা মুক্তিযোদ্ধা সন্তান ইউনিট কমান্ডের সভাপতি ও সিটি কাউন্সিলর তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিংকু। মাদক, সন্ত্রাস ও দূর্নীতি বিরোধী প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টে নগরীর ৮টি দল অংশ নেয়।