বাগেরহাটের চিতলমারীতে মহান বিজয়ের মাসকে ঘিরে চিতলমারী উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সংবর্ধনা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সন্ধ্যায় সদর বাজারে অবস্থিত এসএম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পংকজ ম-লের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সাফার সঞ্চালনে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, থানা অফিসার ইনচার্জ মীর শরিফুল হক, ছাত্রলীগের সভাপতি আনন্দ লাল দত্ত, চিতলমারী অন্তরালে পত্রিকার সম্পাদক মো. একরামুল হক মুন্সি, সংবর্ধনা অনুষ্ঠানের আহবায়ক এস এস সাগর, সদস্য সচিব প্রদীপ ম-ল, চিতলমারী উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি তাওহিদুর রহমান বাবু, নির্বাহী সদস্য শেখর ভক্ত, কোশাধ্যক্ষ দেবাশিষ বিশ্বাস, সদস্য কামরুজ্জামান প্রমূখ। এ সময় অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও নব গঠিত আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান এবং সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়কে সম্মনা ক্রেস্ট প্রদান করা হয়।