এবার নারী নির্যাতন নয়; পুরুষ নির্যাতনের ঘটনা ঘটেছে জেলার আগৈলঝাড়া উপজেলার রত্নপুর গ্রামে। ওই গ্রামের এক সন্তানের জননী এক গৃহবধূর হামলায় গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তার স্বামী। এ ঘটনায় সোমবার সকালে হামলাকারী স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন তার স্বামী।
হাসপাতালে শষ্যাশয়ী রত্নপুর গ্রামের মৃত খলিল হাওলাদারের পুত্র ব্যবসায়ী সিদ্দিক হাওলাদার জানান, প্রায় একযুগ পূর্বে পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী গ্রামের হাকিম হাওলাদারের কন্যা হাসিনা বেগমকে সে সামাজিকভাবে বিয়ে করেন। বর্তমানে তাদের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকে তার স্ত্রী হাসিনা বেগম কারণে অকারণে বিভিন্ন অযুহাতে তার কাছে বড় অংকের টাকা দাবি করে আসছিল। তার (হাসিনা) চাহিদামতো টাকা না দিতে পারলেই তাকে (সিদ্দিক) শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। রোববার বিকেলে ব্যবসায়ীক কাজের জন্য হাসিনার কাছে জমাকৃত ৪০ হাজার টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে সে (হাসিনা) ঘরের দরজা বন্ধ করে তাকে (স্বামী সিদ্দিক) এলোপাথারীভাবে মারধর করে গুরুত্বর আহত করে। পরবর্তীতে বাড়ির লোকজনে আহত সিদ্দিককে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন।