গাইবান্ধায় বিএনপি ও বাম গনতান্ত্রিক জোটের গনতন্ত্র হত্যা দিবস পালন।
বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে গাইবান্ধায় গনতন্ত্র হত্যা দিবস পালন করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। সকালে গাইবান্ধা জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। জেলা বিএনপিনেতা মাহমুদুন্নবী টিটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির গ্রাম বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান খান বাবু, আহাদ খন্দকার, শহিদুজ্জামান, আবদুল মান্নান সরকার, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক তারেকুজ্জামান সহ অন্যন্যরা। কর্মসুচিতে বিএনপির নেতা কর্মীরা কালো ব্যাচ ধারন করে।
অপর দিকে ভোট ডাকাতির বর্ষপূর্তি উল্লেখ করে গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। মিছিলে বাসদ সিপিবিসহ বাম দলের নেতাকর্মীরা অংশ নেয়।