কালিগঞ্জে সাতদিন যাবত পুত্র সন্তানসহ নিখোঁজ রয়েছেন সালমা খাতুন (২৮) নামে এক গৃহবধূ। তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাবলু মোড়লের স্ত্রী ও পাশর্^বর্তী এমএমপুর গ্রামের ছবুর গাজীর মেয়ে।
থানা সূত্রে জানা যায়, বাবলু মোড়ল একজন ভাটাশ্রমিক হিসেবে বেশ কিছুদিন যাবত বাড়ির বাইরে অবস্থান করছেন। একমাত্র সন্তান সজিব হোসেনকে (৫) নিয়ে বাড়িতে থাকেন সালমা খাতুন। একপর্যায়ে গত ২৩ ডিসেম্বর থেকে তিনি পুত্রসহ নিখোঁজ রয়েছেন। এক সপ্তাহ যাবত বিভিন্ন স্থানে খোঁজ করেও সালমা খাতুনের সন্ধান মেলেনি। সহকারী উপ-পরিদর্শক সোহেল রানা জানান, নিখোঁজের ঘটনায় সালমা খাতুনের পিতা থানায় জিডি করেছেন।