আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের পূর্ব কাদাকাটি রাধাকৃষ্ণ মন্দির চত্বরে ৭ দিন ব্যাপী শ্রীমদ্ভাগবত কথা মহোৎসব শুরু হচ্ছে ৩০ ডিসেম্বর (সোমবার) থেকে।
কাদাকাটি ইউনিয়নের সকল ভক্তবৃন্দের আয়োজনে বিশ্ব শান্তি ও সর্বজীবের মঙ্গল কামনায় শ্রীমদ্ভাগবত কথা মহোৎসব চলবে ৫ জানুয়ারী পর্যন্ত। অনুষ্ঠানে ভারতের বিভিন্নস্থান থেকে আমন্ত্রিত ধর্ম প্রচারকগণ ভাগবতীয় আলোচনা ও ভজন কীর্ত্তন পরিবেশন করবেন। প্রতিদিন সকাল থেকে রাত ৯টা পর্যন্ত মূলপাঠ, ভজন কীর্ত্তন ও শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের সভাপতি কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার সকল ভক্তবৃন্দকে অনুষ্ঠানে উপস্থিত হতে অনুরোধ জানিয়েছেন।