আশাশুনি উপজেলার প্রতাপনগরে খাস জমিতে অবৈধভাবে পাকা ঘর নির্মান কাজ চলছে। দীর্ঘদিন ধরে কাজ চললেও দেখার কেউ নেই। ফলে এলাকার মানুষের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
প্রতাপনগরের কল্যাণপুর গ্রামে থারুনতলার শেখপাড়ায় বেশ কিছু সরকারি (খাস) জমি রয়েছে। জমিগুলো ১০ বছর আগেও অবৈধ দখল মুক্ত ছিল। সেখানে এলাকার মানুষ খেলার মাঠ হিসাবে ব্যবহার করে আসছিল। ক্রমে ক্রমে জমিগুলো স্থানীয়রা অবৈধ দখল করে নিয়েছেন। অবৈধ দখলে থাকা জমিতে তারা মাছ চাষ, কাঁচা ঘর বেঁধে ও গাছগাছালি লাগিয়ে দখল করে আছেন। বছরের পর বছর অবৈধ দখলে থাকলেও কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় দখলক্রিয়া বহাল তবিয়তে বেড়েই চলেছে। কল্যাণপুর গ্রামের শামছুর গাজীর পুত্র আঃ ছালাম একই ভাবে কিছু জমি অবৈধ দখলে নেন। এরপর সেখানে গাছ গাছালি লাগানোর পাশাপাশি মাটির ঘর নির্মান করে দখল পাকাপোক্ত করার চেষ্টা চালান। সালাম ৩ বছর আগে মালেশিয়া গিয়েছেন। সেখানে বসে বাড়িতে টাকা পাঠিয়ে কাঁচা ঘর ভেঙ্গে সেই জায়গাসহ পাশের জমিতে বড় আকারের বিল্ডিং হাকিয়েছেন। গত ২ মাস যাবৎ চলছে নির্মান কাজ। কিন্তু কোন বাধা দেওয়া হয়নি। সালামের স্ত্রী সাংবাদিকদের বলেন, তার স্বামীর টাকা নিয়েই খাস জমিতে ঘর নির্মান কাজ চালান হচ্ছে। দীর্ঘদিন দখলে আছি, এমন ভাবে গ্রামের আরো অনেকে খাস জমিতে দখল নিয়ে ভোগজাত করছেন। অবৈধ দখলের ব্যাপারে কোন প্রতিকার না হওয়ায় এলাকার মানুষের মধ্যে অবৈধ দখলে উৎসাহের সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে প্রতাপনগর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা শেখ আঃ সোবহানের সাথে মোবাইলে যোগাযোগর চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে অফিস সূত্রে জানাগেছে, তাদের দখলে কিছুটা খাস জমি থাকতে পারে। ২/১ দিনের মধ্যে সার্ভেয়ার দিয়ে মাপজোক করে ব্যবস্থা নেওয়া হবে।