সুন্দরবন সংলগ্ন উপকুলবর্তী উপজেলা শ্যামনগরে শুক্রবার দিবাগত রাতে বয়স্ক তিন নর-নারীর মৃত্যু হয়। বয়সজনিত নানা সমস্যায় ভুগলেও চলমান শীতের তীব্রতা সহ্য করতে না পেরেই তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। শুক্রবার দিবাগত রাতে মৃত্যুবরনকারী তিনজনকে নিয়ে গত এক সপ্তাহে উপকুলবর্তী শ্যামনগর উপজেলায় প্রায় বিশ জনেরও বেশী মানুষের মৃত্যু হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে যারা মারা যাওয়া ব্যক্তিরা হলো সামছুদ্দিন মোল্যা (৮০), আফেজউদ্দীন গাজী (১১০) ও আসমানী বিবি (৯১)। তারা যথাক্রমে হরিনগর গ্রামের মৃত ভাঁটা মোল্যা, বিড়ালাক্ষী গ্রামের মৃত আফের গাজীর ছেলে ও কেওড়াতলী গ্রামের মৃত মিয়ারাজ মিস্ত্রির স্ত্রী। এ ছাড়া শনিবার ভোরে সোরা গ্রামের ৬৫ বছর বয়সী মুনসুর আলী নামের আরও এক ব্যক্তি শীতজনিত কারণে ষ্ট্রোকে আক্রান্ত হওয়ায় তাকে খুলনা হাসপাতালে প্রেরণের কথা জানিয়েছে তার জামাতা আবদুস সামাদ।
এর আগে গত ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে বয়ারশিং গ্রামের মৃত শাহাবাজ মোল্যার স্ত্রী রাবেয়া খাতুন (৭২), যগীন্দ্রনগর গ্রামের মৃত জাম বিশ^াসের স্ত্রী আয়েশা বেগম (৭০) মারা যান। এ ছাড়া ২৫ ডিসেম্বর রাতে বয়ারশিং গ্রামের মৃত ্েজাহার গাইনের পুত্র আরশাদ আলী গাইন (৭৫)২৮ ডিসেম্বর শনিবার পর্যন্ত গত সাত দিনে জেলেখালীর ইউসুফ বদ্দি (৭১), কাশিমাড়ীর আবুল কাশেম গাজী (৮০), ভঢ়ভড়িয়ার তোরাব আলী মোল্যা (৬২), জয়াখালীর আবদুল হামিদ গাজী (৭৭), কৈখালীর লুৎফর রহমান গাজী (৬২), কাটিবারহলের রেফাজউদ্দীন শেখ (৮৪), নওয়াবেঁকীর তালেব ঢালী (৭৫), যতীন্দ্রনগরের মোস্তফা মিস্ত্রি (৬৫), বড়কুপোটের শ্রী দাসী গাতিদার (৭০)সহ আরও কয়েকজন বয়স্ক মানুষের মৃত্যুর ঘটনা ঘটে।
মৃতদের পরিবারের সদস্যদের দাবি বয়সজনিত নানা জটিলতায় ভুগলেও প্রচন্ড শীতে কুলিয়ে উঠতে পারেনি এসব বয়স্ক মানুষ।
এদিকে ২৭ ডিসেম্বর সকালে বাদঘাটা গ্রামের জেসমিন বেগম এবং ২৪ ডিসেম্বর ভুরুলিয়া গ্রামের কুদ্দুস মোল্যা নামের দুজনের মুত্য হলেও তারা শাররীক অসুস্থতা জনিত কারণে মারা যান বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
এসব মানুষের মৃত্যুর বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম, আবদুর রহিম ও শোকর আলীসহ অন্যরা জানান, গত কয়েক দিনে যাদের মৃত্যু হয়েছে তাদের সবাই বয়স্ক। তাই পুর্ব হতে নানাবিধ শাররীক সমস্যায় ভুগছিলেন তারা। শীতের তীব্রতা সহ্য করার মত শাররীক সক্ষমতা না থাকায় তাদের মৃত্যু ঘটতে পারে। তবে শ্যামনগর উপকুলবর্তী এলাকার মানুষ এবারের শীতে দৃর্বিসহ জীবন যাপন করছে বলেও এসব জনপ্রতিনিধিরে দাবি।