মৌলভীবাজারের সদর উপজেলার পৌরসভার সামনে, বেরির পাড় ও সিলেট রোডে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ২২ হাজার ৫ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার দুপুর ২ টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ ফোর্স এর সহায়তায় এ অভিযান চালানো হয়।
মৌলভীবাজারের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আল আমিন জানান, পৌরসভার সামনে টিসিবির পেঁয়াজ বিক্রির অনিয়মের দায়ে মেসার্স খালেক এ- ব্রাদার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় করা, একই ফ্রিজে রান্না করা ও কাঁচা খাদ্যপণ্য সংরক্ষণ করার দায়ে বেরিরপাড়ে অবস্থিত মায়ের দোয়া হোটেল এ- রেষ্টুরেন্টকে ২ হাজার টাকা এবং সিলেট রোডে অবস্থিত সুইটি ভেরাইটিজ ষ্টোরকে ৫ শত টাকা জরিমানা করা হয়।