কুড়িগ্রামের নাগেশ্বরীতে রামখানা প্রিমিয়িার লীগের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়েছে। মাদকমুক্ত ইউনিয়ন গঠনের লক্ষ্যে রামখানা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম সরকারে নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে শনিবার বিকেলে উপজেলার সরকারটারী পশ্চিম রামখানা মাঠে এই চূড়ান্ত খেলা, আলোচনাসভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়। ওই ইউনিয়নের ২ নং ওয়ার্ড বনাম ৩ নং ওয়ার্ডের মধ্যকার এই চূড়ান্ত খেলায় ৩ নং ওয়ার্ড জয়লাভ করে ট্রফি অর্জন করে। খেলা শেষে সন্ধ্যায় আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাসুম, যুব উন্নয়ন অফিসার মনজুর আলম প্রমুখ।