মৌলভীবাজারের বরমচাল স্টেশনের এক কিলোমিটার দুরে সারবাহী ট্রেনের একটি বগির ৪ টি চাকা লাইনচ্যুত হওয়ায় রোববার সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ ৫ ঘন্টা বন্ধ ছিল।
সিলেট রেলওয়ের সহকারি নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান জানান, মাইজগাঁও - তারাকান্দি ফার্টিলাইজার গুডস ট্রেন আজ সকালে মাইজগাও স্টেশন থেকে ছেড়ে যাবার পর বরমচাল স্টেশন অতিক্রম করে রেলওয়ে কিলোমিটার ৩৩৮/৫--৬ এ এসে সকাল ১০টা ২০ মিনিটে একটি বগির ৪ টি চাকা লাইনচ্যুত হয়ে গেলে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পরে কুলাউড়া থেকে একটি হাইড্রলিক ইঞ্জিন টুলভ্যান ঘটনাস্হলে পৌছে উদ্ধারকাজ শুরু করার পর বিকেল সাড়ে ৩ টায় পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
এ সময় চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা ট্রেন মাইজগাঁও স্টেশনে, সিলেটগামী পারাবত আন্তনগর ট্রেন কুলাউড়ায় আটকা পড়ে। এছাড়াও বিভিন্ন স্টেশনে আটকা পড়ে সুরমা মেইল ও কুশিয়ারা এক্সপ্রেস। ফলে ট্রেনের যাত্রিরা দূর্ভোগে পড়েন