কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল রবিবার সকাল ১১ টায় এ প্লাস ক্যাম্পেইনের এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভার সভাপতিত্ব করেন, টি এইচ ও ডাক্তার মোঃ জালাল উদ্দিন। পরিকল্পনা সভায় বক্তারা বলেন, আগামী ১১ই জানুয়ারী সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ৬ মাস হতে ১১ মাস পর্যন্ত এবং ১ বছর হতে ৫৯ মাস পর্যন্ত শিশুদের এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। বক্তব্য রাখেন, ডাক্তার তাহলিল হোসেন, ডাক্তার সুপ্তা পাল, ডাক্তার তারেক মাহমুদ, এ টি এফ ও মিজবাহ উদ্দিন আহমেদ, নান্দিনা মসজিদের পেশ ইমাম আলহাজ¦ মোঃ সিরাজুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আফজল হোসেন প্রমুখ।
বাজিতপুরে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে অর্ধ-শতাধিক রোগী হাসপাতালে ভর্তি
বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা ঃ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মাঝারী শৈত্য প্রবাহের কারণে শিশু ও বৃদ্ধ সহ বিভিন্ন বয়সের ডায়রিয়া, নিউমুনিয়া আক্রান্ত হয়ে গত শনিবার ও গতকাল রবিবার অন্তত অর্ধশত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বলিয়ার্দী ইউনিয়নের বলিয়ার্দী গ্রামের আতাউর রহমানের শিশু পুত্র মুকাব্বির হোসেন (১৫) মাস, একই ইউনিয়নের সুমন মিয়ার শিশু পুত্র সোহান মিয়া (১৬) মাস, নুরু মিয়ার ছেলে আকাইদ (২) বছর, কৈলাগ ইউনিয়নের জলিল মিয়ার ছেলে ইরফান (১৬) মাস ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দিঘীরপাড় ইউনিয়নের পাটুলী গ্রামের হাসান মিয়ার শিশু পুত্র আব্দুল্লাহ (০৭) মাস। বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি এইচ ও ডাক্তার জালাল উদ্দিন জানান, ঠান্ডা জনিত কারণে শীতকালে বৃদ্ধ ও শিশুরা এইসব রোগে আক্রান্ত হয়।