কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ময়রামপুর গ্রামে জমি বিরোধ নিয়ে দু-গক্ষের সংঘর্ষে ১০জন আহত হয়েছে। আহত ২ জনকে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে। প্রত্যক্ষদর্শী ও দৌলতপুর থানা পুলিশ জানায়,দৌলতপুর সীমান্ত এলাকা ময়রামপুর গ্রামের মালেকও পলাশ এর মধ্যে জমা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল রবিবার সকাল ৭ টার দিকে মালেকের লোকজন ঐ জমির উপর জোর করে বাঁশ কাটতে যায়। এ সময় পলাশের লোকজন বাশ কাটতে বাধা দিলে দু-পক্ষের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে দু-পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও ধারালে অস্ত্র হাসুয়া,দা,লাঠিও রড দিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে বেধে যায়। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতরা হলেন,আঃ মালেক(৫৫)রফিক(৫২) কালু(৪৫) পলাশ(৩৫)হিমেল(২৫)আঃ কাদের(৩২)টুটুল(২৮) আহত আঃ মালেক ও রফিককে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় পুলিশ ডাঃ নজরুল ইসলাম,আঃ সাত্তার সহ ৪ জনকে আটক করেছে। এ ব্যাপারে দৌলতপুর থানার ইনচার্জ আরিফুর রহমান জানান, ২ জনের অবস্থা আশংকাজনক হওয়াই ৪ জনকে আটক করা হয়েছে। তদন্তে সাপেক্ষে মামলা হবে।