বগুড়ায় র্যাবের পৃথক দু’টি অভিযানে একই এলাকা থেকে বিপুল পরিমান আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলের চালান সহ ৪ মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ১হাজার ৩২৫ বোতল ফেনসিডিল । জব্দ করা হয়েছে ১টি কাভার্ড ভ্যান ও ১টি ট্রাক ।
আটক ৪জন হল- গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মৃত আরজান আলীর ছেলে ফিরিজুল ইসলাম (২২), যশোর জেলার তপসীডাঙ্গা উপজেলার আলমগীর কবিরের ছেলে নাজমুর কবির বাপ্পি (৩৩), কুমিল্লার মেঘলা উপজেলার রাধানগর এলাকার আব্দুর রহিমের ছেলে কবির হোসেন (২৮) এবং চাঁদপুর জেলার সদর উপজেলার পূর্ব ছিরামদি এলাকার মৃত হাসান মিজির ছেলে বাবুল মিজি (৪০)।
গতকাল শনিবার দুপুরে বগুড়া র্যাব-১২’র বগুড়া সদর থেকে প্রেরিত এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে র্যাব সংবাদ সংস্থা এফএনএস’কে জানায় , বগুড়া র্যাব-১২ বিশেষ কোম্পানীর অধিনায়ক এএসপি মুহাঃ রওশন আলীর নের্তৃতে র্যাবের দল গতকাল শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এবং একই দিনে সকাল সাড়ে ৮টার দিকে শহরের মাটিরডালি বিমান মোড় এলাকার মাহাথীর হোটেলের সামনের মহাসড়কে পৃথক অভিযান চালায়।
র্যাবের অভিযানে এসময় সেখান থেকে একটি কাভার্ড ভ্যান যার নং (ঢাকা মেট্রো-ট-২২-৯০৩৬), এবং অপর একটি ট্রাক যার নং- (ঢাকা মেট্রো-ট-১৩-৫২২২) আটক করে । এসময় ওই ২টি ট্রাক ও কভার্ড ভ্যান থেকে আটক করা হয় উল্লেখিত পরিমান ফেন্সিডিল । আটক করা হয় ৪মাদক পাচারকারী চক্রকে। এসময় তাদের হেফাজত থেকে জব্দ করা হয় ৪টি মোবাইল, ৮টি সিমকার্ড এবং নগদ ১০ হাজার ৬শত টাকা ।
র্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি মুহা রওশন আলী বলেন, গ্রেপ্তারকৃতরা আন্তজেলা মাদকবিক্রেতা চক্রের সক্রিয় সদষ্য । তারা দীর্ঘদিন যাবাত দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। র্যাব তাদের ৪ জনের বিরুদ্ধে মাদক মামলা দায়ের এবং আসামীদের বগুড়া সদর থানায় হস্তান্তর করেছে।