বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ী শিক্ষক সমিতি ফাউন্ডেশন কচুয়া উপজেলা শাখার সম্মেলন ও উপজেলা কমিটি গঠন গতকাল সকাল ১০টায় কচুয়া দাখিল মাদ্রসার হলরুমে অনুষ্ঠিত হয়।
কচুয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ী শিক্ষক সমিতি ফাউন্ডেশন বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোবারক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া টেংরাখালী হোসেনিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আলতাপ হোসেন,জেলার সাধারন সম্পাদক মাহামুদুল আলম, মাদ্রাসার সুপার মাওঃ আফজাল হোসেন, মাওঃ সাখাওয়াত হোসেন।সম্মেলনে শেষে মাওঃ শাহাদাত হোসেনকে সভাপতি ও মোঃ রফিকুল ইসলামকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ঠ বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ী শিক্ষক সমিতি ফাউন্ডেশন কচুয়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।