কচুয়ায় মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রিয় মর্যাদায় সমাহিত।কচুয়া উপজেলার কচুয়া ইউনিয়নের আড়িয়ামর্দন গ্রামের মৃতঃ মোনরঞ্জন করাতীর পুত্র সুবোধ করাতী (৬৮) গতকাল ২৮ ডিসেম্বর ভোররাত ৪টা ৪০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বানরী পাড়া ভাড়ার বাড়িতে মৃত্যুবরন করেন। তার মৃত্যুর পর তাকে কচুয়য়া তার নিজ বাড়িতে এনে রাষ্ট্রিয় মর্যদায় গার্ড অফ অনার জানানোর পর তার নিজ বাড়িতে তাকে সমাহিত করা হয়। তিনি মৃত্যুকালে ১স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে সন্তান ও একাধিক নাতী নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের পক্ষে উপজেলা ডেপুটি কমান্ডার শিকদার হাবিবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজরা জাহিদুল ইসলাম মন্নু,কচুয়া ইউনিয়ন কমান্ডার আঃ ছত্তার তালুকদার সহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।