মোল্লাহাটে পথচারী এক মা ও তার ছেলেকে ধরে বাগানে নিয়ে গাছের সাথে বেঁধে শারিরীক নির্যাতনসহ স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনতাই ঘটনায় রিয়াজুল শেখ (৩২) নামে জড়িত একজন’কে আটক করেছে পুলিশ। আটক রিয়াজুল শেখ উদয়পুর উত্তরকান্দি এলাকার মন্টু শেখের ছেলে।
ছিনতাই ও নির্যাতনের ওই ঘটনার অভিযোগ আমলে নিয়েছে থানা পুলিশ।
অভিযোগ ও ভিকটিম সুত্রে জানাযায়-গত মঙ্গলবার রাতে চিতলমারী উপজেলাধীন বড়বাড়িয়া এলাকা থেকে তেরখাদা এলাকায় আতœীয় বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন মোছাঃ সুফিয়া বেগম (৫০) ও তার ছেলে মোঃ আবু হানিফ (৩০)। বড়বাড়িয়া থেকে মোল্লাহাট পৌছে বাহন ছেড়ে দেন। পরে মোল্লাহাট বাজার চৌরঙ্গী হতে অপর একটি ভ্যানে যাত্রা করেন মা ও ছেলে। ওই মা-ছেলেকে উদয়পুর উত্তর কান্দি এলাকার একটি বাগানের মধ্যে ধরে নিয়ে গাছের সাথে বেঁধে শারিরীক নির্যাতনসহ কাছে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয় তাদের বাহণকারী ভ্যানচালক ও এক মহিলাসহ ৬জনের একদল ছিনতাইকারী।
ন্যাক্কার জনক ওই ঘটনায় জড়িত অপর ৫ছিনতাইকারী গাঁ ঢাকা দেয়ায় তাদেরকে আটক করতে পারে নি পুলিশ।
এবিষয়ে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ কাজী গোলাম কবীর বলেন-বিষয়টি আমলে নিয়ে একজনকে আটক করা হয়েছে। তাকে (কাল) রবিবার আদালতে সোপর্দ করা হবে।