সাভার পৌর এলাকার জামসিং মহল্লার মোনতাজ মোল্লার বাড়ির পেছনে থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (৩৫) বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এই লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সাভারের জামসিং এলাকার বাতাসে দুর্গন্ধ পান স্থানীয়রা। পরে ওই বাড়ির পেছনে বস্তা দেখতে পেয়ে তারা বিষয়টি থানায় অবগত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তার ভেতর থেকে নারীর হাত-মুখ বাঁধা লাশ উদ্ধার করেন।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর বলেন, ‘নিহত নারীর হাত মোজা দিয়ে বাঁধাসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,তাকে চার পাঁচ দিন আগে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়াও নিহতের মুখ ক্ষত-বিক্ষত হওয়ায় এখন পর্যন্ত তার নাম-পরিচয় জানা জায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ এই ঘটনায় হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।