চট্টগ্রামে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক সাইফুজ্জামান মিন্টু (৫০), তার মেয়ে আশরা আনাম খান (১৩) ও তাসমিন জামান খান (১১) নিহত হয়েছেন।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালের এই দুর্ঘটনায় তার স্ত্রী কণিকা (৪০) আহত হয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাইফুজ্জামান পরিবার নিয়ে ঢাকার মিরপুরে থাকতেন।
বার আউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা এসআই আবদুল আউয়াল বলেন, সাইফুজ্জামান মিন্টু সপরিবারে প্রাইভেটকারে করে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরছিলেন। সকাল ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট বাইপাস এলাকায় একটি লরির সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ব্যাংক কর্মকর্তা’র দুই মেয়ে।
এ সময় গুরুতর আহত অবস্থায় সাইফুজ্জামান ও তার স্ত্রী মনিকাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সাড়ে ১০টার দিকে সাইফুজ্জামান মারা যান বলে নিশ্চিত করেন চমেক পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার।