বাগেরহাটে বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর পক্ষ থেকে প্রবীনদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে রিকের বাগেরহাট জেলা কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম। গনবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মোঃ সাইফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, সমাজসেবক মোহাব্বাত হোসেন, রিকের এরিয়া ম্যানেজার মোঃ কামাল হোসেন, সাংবাদিক আলী আকবর টুটুল। এসময় বাগেরহাট সদর উপজেলার ৫টি ইউনিয়নের ১২০ জন প্রবীন মানুষকে একটি কোম্বল, কানটুপি হাত ও পায়ের মোজা প্রদান করা হয়েছে।
রিকের এরিয়া ম্যানেজার মোঃ কামাল হোসেন জানান, প্রচন্ড শীতে সব থেকে বেশি অসহায় থাকে প্রবীনরা। তাদের শীত উপসমের জন্য আমাদের এই উদ্যোগ। আমরা বিগত কয়েক বছর ধরে শীত মৌসুমে প্রবীনদেরকে শীতবস্ত্র বিতরণ করে আসছি।