টঙ্গীতে আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা উপলক্ষে ময়দানের সার্বিক প্রস্তুতিকাজ পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী। গতকাল শনিবার দুপুরে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন করেন তিনি। এসময় কমিশনার বিশ্ব ইজতেমা ময়দানে প্যান্ডেল তৈরী কাজের খোঁজ খবর নেন এবং মুসল্লিদের চলাচলের রাস্তাসহ সকল সুযোগ সুবিধার খবর নেন। ইজতেমা ময়দান পরিদর্শনকালে তার সাথে ছিলেন গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহীনুর ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু নাসার উদ্দিন, পুলিশের এডিসি (ক্রাইম) শাহাদত হোসেন, এসি আহসানুল হক।
ময়দান পরিদর্শনকালে ঢাকা বিভাগীয় কমিশনার বলেন, আগামী ১০ জানুয়ারি থেকে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে। এউপলক্ষে ময়দানের প্রস্তুতি সম্পন্ন করতে আমরা প্রতিদিন ইজতেমা ময়দানের নানান সমস্যা সমাধানে সরকারি নির্দেশনা মোতাবেক তদারকি করে যাচ্ছি। আজকে ময়দানের কার্যক্রম ও প্যান্ডেল নির্মাণ সম্পর্কে খোঁজ খবর নিতেই পরিদর্শনে এসেছি। আশাকরি আগামী ১০ জানুয়ারির আগেই ইজতেমা ময়দানের সকল কাজ সম্পন্ন হবে।
এব্যাপারে বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ মুরুব্বী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, আল্লাহর ইচ্ছায় আমরা সময়ের আগেই ইজতেমা ময়দানের সকল প্রস্তুতি সম্পন্ন করতে সক্ষম হবো। ইজতেমা সফল করতে সরকারের পক্ষ থেকেও আমাদের সাথে যোগাযোগ রেখে দিক নির্দেশনা দিয়ে আসছে।
প্রসঙ্গত: টঙ্গীর তুরাগ তীরে আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথমপর্ব কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জোবায়ের আহমেদপন্থীরা পরিচালনা করবেন। তা আগামী ১২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে। মাঝে চারদিন বিরতি দিয়ে আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হবে ভারতের মাওলানা সা’দ আহমাদ কান্ধলবীপন্থীদের তিনদিনব্যাপী বিশ্ব ইজতেমা। আগামী ১৯ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে তা শেষ হবে।