স্রষ্টার ইবাদত ও সৃষ্টের সেবা এই ব্রতকে সামনে রেখে দেবহাটা শাখা আহছানিয়া মিশনের কার্য্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি আহছানিয়া মিশনের ২০২০-২০২১ সালের জন্য গঠিত ঐ কমিটির সভাপতি হিসেবে সমাজসেবক কামরুল হুদা, সিনিয়র সহ-সভাপতি প্রধান শিক্ষক খায়রুল আলম, সহ-সভাপতি কামাল হোসেন ও সহ-সভাপতি সৈয়দ রেজাউল করিম, সাধারন সম্পাদক মীর লুৎফর হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক সফিকুর রহমান, সহ-সম্পাদক আব্দুল মান্নান বিশ্বাস, সহ-সম্পাদক আব্দুস সাত্তার, কোষাধ্যক্ষ সৈয়দ জাহিদ হাসান, কার্য্যকারী সদস্য হিসেবে যথাক্রমে সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, আবুল কালাম আজাদ, শিক্ষক আফছার আলী, ওয়াজেদ আলী মোল্লা, মাহবুব হোসেন পল্টু, মুনছুর আলী, আনছার আলী, আবুল কালাম, আমিনুল ইসলাম ও রফিকুল ইসলাম (গজল খাঁন) কে মনোনীত করা হয়েছে। দেবহাটা শাখা আহছানিয়া মিশনের সভাপতি কামরুল হুদা জানিয়েছেন, মিশনের সকল নির্বাচিত সদস্যদেরকে নিয়ে এর উদ্দ্যেশ্য সফল করতে সকলে আন্তরিকভাবে কাজ করবেন।