সাতখামার ঐতিহাসিক ঈদগাঁও ময়দানের সাবেক সভাপতি ও বোদা পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাতখামার মন্ডলপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা আলহাজ্ব তোফাজ্জল হক গত শুক্রবার সন্ধ্যয় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না...রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী ২ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বিকেলে তার নামাজের যানাজা সাতখামার ইসলামিয়া ফাজিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। যানাজা শেষে তাকে ঝলঝলি কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যন ফারুক আলম টবি, জাসদ কেন্দ্রীয় নেতা এমরান আল আমিন, বোদা রিপোর্টাস ইউনিটির সভাপতি লিহাজ উদ্দীন মানিক গভীর শোক প্রকাশ করেছেন।