দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বেশ কয়েকদিন ধরেই দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। শুক্রবার পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও শনিবার তা কমে দাঁড়ায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমার পাশাপাশি বেড়েছে শীতের তীব্রতাও। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত সময়ে তাপমাত্রা একেবারে কমে আসছে। এই সময়ে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। রাতভর ঠান্ডা বাতাসের সাথে চলছে কুয়াশাপাত। সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে পথঘাট। দিনের বেলাতেও যানবাহনগুলো হেডলাইট জালিয়ে চলাচল করছে। শীতে পঞ্চগড়ে নিম্ন আয় ও শ্রমজীবী মানুষের একটা বিরাট অংশ দুর্ভোগে পড়েছেন। অনেকেই খড়কুটো জালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এদিকে হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যাও দিনদিন বাড়ছে। বেশির ভাগ রোগী শিশু ও বৃদ্ধ। প্রতিদিন শতাধিক রোগী বহির্বিভাগ থেকে চিকিৎসা নিচ্ছেন। গুরুতর অসুস্থ্যরাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ৪০ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।