হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ এখন আর স্বপ্ন নয়। স্বপ্ন এখন বাস্তব রূপ পেতে যাচ্ছে। বর্তমান সরকারের আমলে পদ্মা সেতু নির্মাণের চ্যালেঞ্জ মতো সিভিল এভিয়েশনের এ যাবৎকালের সর্ববৃহৎ এই নির্মাণ প্রকল্প শেষ হলে, সত্যিই এক অনন্য স্থাপত্যশৈলীর নিদর্শন হিসেবে খ্যাতি ছড়াবে স্বপ্নের থার্ড টার্মিনাল। বর্ণাঢ্য মঞ্চ, আলোকসজ্জা, জমকালো আয়োজন, উৎসবমুখর পরিবেশে গত শনিবার বহু প্রতীক্ষিত এই মেগা প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করে স্বপ্নের বাস্তবায়নের যাত্রারম্ভ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী চার বছরের মধ্যেই প্রস্তুত হবে বিশ্বের অন্যতম নান্দনিক আর অত্যাধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত দৃষ্টিনন্দন এই থার্ড টার্মিনাল। আমরা আশা করি, এই টার্মিনাল চালু হলে বদলে যাবে গোটা দেশের এভিয়েশন খাত। নবদিগন্তের সূচনা হবে আকাশপথে। আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় থাকা বাংলাদেশ তখন নিজেকে প্রস্তুত করবে দক্ষিণ এশিয়ার অন্যতম হাব হিসেবে। যা গোটা দেশের অর্থনীতিকে বিকশিত ও মজবুত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা মনে করি।
থার্ড টার্মিনাল নির্মাণের পাশাপাশি ‘সোনার তরী ও অচিন পাখি’ নামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি নতুন ড্রিমলাইনার্স এয়ারক্রাফট বোয়িং ৭৮৭-৯ এবং বিমানের একটি নতুন মোবাইল অ্যাপও উদ্বোধন করেন শেখ হাসিনা। ট্রাভেল এজেন্সির বুকিং ফাঁদ থেকে বেরিয়ে এসে ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস অ্যাপস’-এর মাধ্যমে বিমানের টিকিট বিক্রির সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি ইতিবাচক ও ঐতিহাসিক ঘটনা। বাংলাদেশ বিমানের টিকিট কিনতে গিয়ে প্রায়ই শোনা যায় টিকিট শেষ। অথচ খালি আসন নিয়ে ছেড়ে যায় বিমান! ট্রাভেল এজেন্টদের একটি সংঘবদ্ধ চক্র বরাবরই বিদেশি বিমানের টিকিট কিনতে উৎসাহিত করতে কৃত্রিম সংকট তৈরি করে আসছে। এতে ব্যাপক আর্থিক ক্ষতি হতো বিমানের।
নতুন আন্তর্জাতিক যাত্রী টার্মিনালটি হবে ২২ দশমিক ৫ লাখ বর্গফুট। বর্তমানে দুটি টার্মিনালে ১০ লাখ বর্গফুট স্পেস রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বিমানবন্দরের বর্তমান যাত্রী ধারণক্ষমতা ৮০ লাখ থেকে বেড়ে ২ কোটি হবে এবং কার্গোর ধারণক্ষমতা বর্তমান ২ লাখ টন থেকে বেড়ে ৫ লাখ টন হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, জাপানের মিতসুবিশি ও ফুজিতা এবং কোরিয়ার স্যামসাং একটি কনসোর্টিয়ামের অধীন এই নির্মাণ কাজটি করবে।
এছাড়া অ্যাপসের মাধ্যমে টিকিট কিনলে ১০ শতাংশ ছাড় দেয়ায় যাত্রীদের ভ্রমণে যেমন বিপুল অর্থ সাশ্রয় হবে, তেমনি বিমানেরও লাভ বাড়বে। অ্যাপস ব্যবহার করে যাত্রী নিজের মোবাইল থেকেই বিমানের সব গন্তব্যের টিকিট কিনে মূল্য পরিশোধ করতে পারবেন বিকাশ, রকেট কিংবা যে কোনো কার্ডের মাধ্যমে। এ ভালো উদ্যোগটি যেনো কোন চক্রান্তকারীরা ব্যর্থ করার সুযোগ না পায় সে ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে যেভাবে ‘আকাশে শান্তির নীড়’ বলা হয়, আমাদের নতুন টার্মিনাল ও টিকিট কেনার অ্যাপসও যেনো হয় ‘শান্তির পরশ’ এই কামনা।