শ্রীমঙ্গলে আজ ভোর থেকে বৃস্টি হয়েছে। বৃস্টির প্রভাবে শ্রীমঙ্গলে বেশ শীত অনুভুত হচ্ছে। আজ আবহাওয়া অফিস শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, আজ ভোর ৫টা থেকে সকাল ৮টা ৪০ মিনিট পর্যন্ত শ্রীমঙ্গলে ৩.৬ মিলিমিটার বৃস্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃস্টির কারনে বেশ শীত অনুভুত হচ্ছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের
আবহাওয়া সহকারি জাহিদুল ইসলাম মাসুম জানান, আজ শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গলে আজ সারাদিন সুর্যের মুখ দেখা যায়নি।
মাসুম জানান, শ্রীমঙ্গলের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। তার ওপর মেঘলা আকাশ, সুর্যের মুখ দেখা না যাওয়া, বৃস্টিপাত ও শৈত্যপ্রবাহের কারনে শীতের তীব্রতা বেড়েছে।