কিশোরগঞ্জে নেচে গেয়ে আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এসএসসি ৯৪ ব্যচের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জের ৯৪ ব্যচের ৩ শতাধিক বন্ধু বৃহস্প্রতিবার দিনব্যাপী নানা আনন্দ উৎসবে মেতে ওঠেছিলেন গুরুদয়াল সরকারী কলেজ চত্বরে। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের এসএসসির ৯৪ ব্যচের শিক্ষার্থী সাবেক ছাত্রনেতা সদর উপজেলার চেয়ারম্যান মামুন আল মাসুদ খান। প্রধান অতিথি ছিলেন গুরুদয়াল সরকারী কলেজের প্রিন্সিপাল ইমান আলী। বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম খান,কিশোরগঞ্জ সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ রবিন্দ্র নাথ চৌধুরী প্রমুখ। পরে এসএসসি ৯৪ ব্যচের সকল শিক্ষার্থীদের নিয়ে জেলা শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে দিনভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এসএসসি ৯৪ ব্যচের বন্ধুরা আনন্দে মাতোয়া ছিলেন। সন্ধায় সকল বন্ধুদের নিয়ে একটি মনোজ্ঞ আতশ বাজির মধ্য দিয়ে সমাপ্তী ঘটে মিলন মেলার।