কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের হিলচিয়া অধিবাসী ও সিআইপি জন্টু সাহার বাড়ীতে গত বুধবার হতে রোববার রাত পর্যন্ত সার্বজনিন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে মহানাম অষ্টকালীন কীর্ত্তন অনুষ্ঠিত হচ্ছে। এই সময় অষ্টকালীন কীর্ত্তনে গীতা পাঠ করেন শ্রীপাদ প্রহলাদ কৃষ্ণ দাস, শ্রী জয়ন্ত গোস্বামী। এ ছাড়া অষ্টকালীন সংকীর্ত্তন অনুষ্ঠিত হচ্ছে।