কিশোরগঞ্জে নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নে পূর্বহাটি দক্ষিন পাড়া গ্রামে শুক্রবার সকাল ১০ টা দিকে ইব্রাহিম খলিল গং ও নিজাম উদ্দিন গংদের মাঝে সংঘর্ষে মহিলা সহ অন্তত ৪জন আহত হয়েছে। আহতরা হলেন মোঃ ইমরুল মিয়া (৩৫), মোঃ রোমান মিয়া (১০), নিজাম উদ্দিন (৩৮), কবিতা আক্তার (৩২)। এদের মধ্যে ইমরুল মিয়াকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, দামপাড়া ইউনিয়নের পূর্ব হাটি দক্ষিন পাড়া গ্রামে ইব্রাহিম খলিল ও নিজাম উদ্দিন গংদের মাঝে দুই পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়। নিজাম উদ্দিন দাবী করেন, এই ঘটনার সাথে তারা আজও জড়িত নন। এই ব্যাপারে ইব্রাহিম খলিল বাদী হয়ে নিজাম উদ্দিন কবিতা আক্তার সহ ৪জনের নাম উল্লেখ করে নিকলী থানায় শুক্রবার বিকালে একটি অভিযোগ দায়ের করেন।