মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত স্বাধীনতা বিরোধীদের সহায়তাকারী হিসেবে বোদা সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম সিরাজ উদ্দীন আহম্মেদ এর নাম প্রকাশ করায় সাংবাদিক সম্মেলন করেছেন মরহুম সিরাজ উদ্দীন এর পরিবারবর্গ। শুক্রবার সুচনা সমাজ উন্নয়ন সংস্থার সম্মেলন কক্ষে মরহুম সিরাজ উদ্দীন আহম্মেদ এর পরিবারের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মরহুম সিরাজ উদ্দীন আহম্মেদ এর পুত্র সুলতান মাহমুদ। এ সময় বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে সুলতান মাহামুদ বলেন, আমার পিতা ১৯৬৩ সাল থেকে ১৯৭৩ সাল পর্যন্ত ইউপি চেয়ারম্যান হিসেবে বার বার নির্বাচিত হয়েছেন। তিনি মাওলানা ভাষানীর ন্যাপ সমর্থক ছিলেন। মুক্তিযুদ্ধে সময় মুক্তিযোদ্ধাদের আর্থিক, মানসিক, গোপনে তথ্য দিয়ে ও লুকিয়ে রেখে নানা ভাবে তাদের সহায়তা করেছেন। অত্র এলাকার মানুষদের যুদ্ধের শেষ দিন পর্যন্ত নিজেদের জীবন বাজি রেখে অত্র ইউনিয়নের লোকজনকে পাহার দিয়ে রেখেছিলেন। মুক্তিযুদ্ধ কালিন মুক্তিযোদ্ধা কমান্ডার সোলায়মান আলী বলেছেন যে, সিরাজউদ্দীন চেয়ারম্যান শুধু আমাদের নয় জেলার সকল মুক্তিযোদ্ধাদের আর্থিক, মানসিক ও গোপনে সাহায্য না করলে, পাকিস্তানি হানাদার ও তাদের দোসররা এলাকায় ব্যাপক ধবংসযজ্ঞ চালাতো। কিন্তু ওরা অত্র এলাকায় কোন ক্ষতির করার সুয়োগ পায়নি। আমার পিতার আপন ভগ্নিপতি মরহুম আবদুল লতিফ প্রথম শহীদ হোন। আমাদের বিশ্বস্থ ভাড়াটিয়া পোস্ট মাষ্টার আবদুল মান্নান শহীদ হোন এবং যুদ্ধের শেষ প্রান্তে দাঁড়িয়ে এলাকার সংখ্যালঘু পরিবারের সকল সদস্যকে নিরাপত্তা সহ ভারতে যাবার সুযোগ করে দেন। আমার বাবা বিষ্ণু নামের এক মুক্তিযোদ্ধাকে গোপনে আগলে রাখেন এবং তার মাধ্যমে পাক হানাদার বাহিনীর বিভিন্ন তথ্য মুক্তিযোদ্ধাদের কাছে পৌছাতেন। আমার পিতা স্বাধীনতা পরবর্তী তার নামে কোন মামলা হয়নি বা কারো কোন অভিযোগ আছে বলে শুনিনি। ১৯৭৬ সালে আমার পিতার মৃত্যুর পূর্ব দিন পর্যন্ত অত্র এলাকায় কোন মুক্তিযোদ্ধা রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী কিংবা এলাকার কোন ব্যক্তি তার নামে স্বাধীনতা বিরোধী কোন কার্যকলাপ করেছেন মর্মে নালিশ বা অভিযোগ উঠেনি। আজ হঠাৎ এ বিজয়ের মাসে কোন তথ্যের ভিত্তিতে ও কার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার অভিলাষে এই নামটি তালিকা ভুক্ত করা হয়েছে তার কারণ ও উপযুক্ত প্রমাণাদি এবং গ্রহনযোগ্য তথ্য আমরা জানতে ও পেতে চাই। তালিকায় মরহুম সিরাজ উদ্দীন আহম্মেদ এর না দেয়ায় আমাদের পরিবারটি সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন ও সুনাম ক্ষুন্ন হয়েছে। তালিকায় মরহুম সিরাজ উদ্দীন আহাম্দে এর নাম দেয়ায় আমরা পরিবারবর্গ তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছি। তাই মাননীয় প্রধানমন্ত্রী, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী মহোদয়ের প্রতি বিনীত আবেদন নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে সরেজমিনে তথ্য উপান্ত সংগ্রহ করে মরহুম সিরাজউদ্দীন আহম্মেদ এর নাম স্বাধীনতা বিরোধীদের তালিকায় থাকা নামটি অবিলম্বে প্রত্যাহার করার জোড়ালো দাবী জানাচ্ছি।