শুক্রবার পাবনা শহরের অন্যতম দৃষ্টি নন্দন শপিং কমম্পেক্স ও কর্পোরেট হাউস লতিফ টাওয়ার এর চাবি হস্তাস্তর অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোকানদার ও ব্যবসায়ীদের মধ্যে চাবি হস্তান্তর করেন লতিফ গ্রুপের চেয়ারম্যান ও মর্জিনা লতিফ ট্রাষ্টের মহাসচিব আলহাজ¦ আবদুল লতিফ বিশ্বাস।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাসপো গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ আবদুল মজিদ বিশ্বাস, পাবনা চেম্বার অব কমার্স এর সিনিয়র সহসভাপতি ও জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তজা বিশ্বাস সনি, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ রবিউল ইসলাম, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তৌফিকুর আলম তৌফিক, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল হান্নান, লতিফ টাওয়ারের প্রকল্প পরিচালক প্রকৌশলী সাবের বিশ্বাস্ সোহান, লতিফ গ্রুপের পরিচালক আলহাজ¦ মাহবুব হোসেন খান বাবলু, জেনারেল ম্যানেজার অচিন্ত্য কুমার ঘোষ, ম্যানেজার এইচআর জাহিদ হোসেন, প্রকৌশলী আবদুল মতিন, হিসাব কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমূখ। পরে বিশেষ দোওয়া ও মোনাজাত করা হয়।