নওগাঁর মান্দায় ৮০ বোতল ফেনসিডিলসহ এনামুল হক (৪৪) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। আটক এনামুল হক উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বালুকা গ্রামের জিয়াতুল্যা মন্ডলের ছেলে। শুক্রবার সকাল ৯টার দিকে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
মান্দা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম ও সহকারি উপপরিদর্শক ইউসুফ আলী সঙ্গীয় ফোর্সসহ মাদক ব্যবসায়ি এনামুল হকের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে ৮০ ফেনসিডিলসহ এনামুলকে আটক করে পুলিশ।
ওসি আরও জানান, আটক এনামুল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শুক্রবার নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।