মমিনপুরের ৯টি ওয়ার্ড থেকে ১০০০ এর উর্ধ্বে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন করেন রংপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের তত্ত্বাবধানে সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ মোহাম্মদ মিনহাজুল ইসলাম এর পক্ষে বিতরণ করা হয়।
সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শ্রী রিদয় চন্দ্র এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর রংপুর বিভাগের প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম সুইট, সদর কোতোয়ালি থানার এসআই শফিকুল ইসলাম,এস এই আনিসুল হক মমিনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও জাতীয় শিশু-কিশোর পরিষদ রংপুর জেলা শাখার সহ সভাপতি মোঃ মাজেদুল ইসলাম মাজেদ। এ সময় মমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এর নেতৃবৃন্দসহ সহ এলাকার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় শীতবস্ত্র গ্রহণকারী বৃদ্ধ বনিতা ও শীতার্ত মানুষজন বাড়ি ফেরার পথে সমাজসেবক ও সফল সংগঠক আলহাজ¦ মিনহাজুল ইসলাম এর জন্য দোয়া করে শীতবস্ত্র নিয়ে যান।