জননেত্রী সৈনিকলীগের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোহাম্মদ সেলিম বলেছেন- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) হামলার শিকার ভিপি নুরুল হক নুর ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের ওপর নজিরবিহীন হামলা এবং ষড়যন্ত্রমূলক মামলায় আমি হতবাক। প্রকাশ্য দিবালোকে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের হামলায় জাঁতি হতাশ হয়েছেন। আবার পুনরায় তাদেরকে মামলায় ফাঁসানো হয়েছে। এসব ঘটনা যারা করছেন; তারা বর্তমান আওয়ামী লীগ সরকারের সুনাম নষ্ট করেছেন। এজন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এই ধরনের ঘটনায় সারা দেশের শিক্ষার্থীরা মর্মাহত হয়েছেন। সরকারের সমালোচনাও হয়েছে যথেষ্ট।
প্রশাসনের নাকের ডগায় হামলার সময় কারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা এখন সময়ের দাবি। এই হামলায় জামায়াত-বিএনপির কেউ জড়িত আছেন কিনা তা ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করতে হবে। কারা কিভাবে ভিডিও ফুটেজ গায়েব করেছেন; তা জনগণ তদন্ত সাপেক্ষে জানতে চায়। সুতরাং আমিও মনে করি অনতিবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এই জাতীয় ঘটনা আরও ঘটতেই থাকবে। আমি নুর এবং তাঁর সাথে যারা আছেন তাদেরকেও বলবো সরকারের সমালোচনা আপনারা করতেই পারেন। তবে সেই সমালোচনা করারও একটা সীমারেখা আছে। আপনারা বিএনপি-জামায়াতের কোন নেতার ইন্ধনে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে দিবেন না। এতে সবার ক্ষতি হতে পারে। কারণ; ঢাকা বিশ্ববিদ্যালয় কারও রাজনৈতিক দলের ময়দান হতে পারেনা। এটা পবিত্র শিক্ষাঙ্গন। এর সম্মানটা সবাইকে ধরে রাখতে হবে। তাহলে দেশ-বিদেশে আমাদের সরকারের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।
শুক্রবার সকালে চট্টগ্রাম সিটি রিক্সা শ্রমিকলীগ কর্তৃক আয়োজিত সন্ত্রাস এবং দুর্র্নীতির বিরুদ্ধে শ্রমজীবি মানুষের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হালিশহরের সবুজবাগে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় চট্টগ্রাম সিটি রিক্সা শ্রমিকলীগের ৪১ওয়ার্ডের নেতাকর্মীরা ছাড়াও এলাকার গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। এ সময় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শ্রমিকলীগ নেতা মহিউদ্দিন গাফফার, জয়নাল আবেদীন, বাদশা মিয়া, প্রদীপ কোম্পানী, ইউছুপ কোম্পানী, আলাউদ্দিন কোম্পানী, মিন্টু কোম্পানী, ছালাউদ্দিন কোম্পানী, রফিক কোম্পানী, বাবলু কোম্পানী, মো. সবুজ, মো. হান্নান, দিদার কোম্পানী, ওয়াহাব কোম্পানী, মালেক কোম্পানী, নবী হোসেন কোম্পানী, মহিউদ্দিন কোম্পানী, আবদুর রহিম কোম্পানী, আলী আজগর, নুরুল আলম, মো. কাদের মিয়া ও সিরাজ মিয়া প্রমুখ। মোহাম্মদ সেলিম চট্টগ্রামে অবৈধ রিক্সা নিয়ে দুর্নীতির বিষয়ে বলেন, চট্টগ্রামে ট্রেড লাইসেন্স ছাড়া কেউ ব্যবসা করলে প্রশাসনকে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে হবে। ভ্যান গাড়ীর বিরুদ্ধে কোন ব্যবস্থাও নেওয়া হচ্ছেনা।
এ ছাড়া এসব ভ্যান গাড়ীকে কেন্দ্র করে যে সমস্ত গ্যারেজ গড়ে উঠেছে সেগুলোর কোন ট্রেড লাইসেন্সও নেই। আবার হাজার হাজার প্যান্ডেল চালিত রিক্সারও লাইসেন্স নেই। অন্যদিকে রিক্সায় দুই নাম্বার ভূয়া লাইসেন্সও ব্যবহার হচ্ছে। অবৈধ রিক্সা এবং ভ্যান গাড়ীর গ্যারেজ গুলোতে রমরমা জুয়ার আসরও চলে। অনেকেই ২০থেকে ৩০টি ভ্যান গাড়ীর মালিক হয়ে অবৈধ গ্যারেজ দিয়ে ব্যবসা করছেন। অবৈধ রিক্সার চালকরা বেশির ভাগই কিশোর গ্যাংয়ের সদস্য। অথচ পুলিশ আইনগত কোন ব্যবস্থা নিচ্ছেনা। এদের বিরুদ্ধে এক্ষুনি অভিযান পরিচালনা করা প্রয়োজন। তা নাহলে এরা আরো বেপরোয়া হয়ে উঠবে। সভায় সন্ত্রাস প্রসঙ্গে সেলিম বলেন, দলের সাইনবোর্ড টাঙ্গিয়ে যারা দোকানদারি করছেন এবং মানুষকে নির্যাতন করছেন তারা দলের জন্য অভিশাপ। এদেরকে চিহিৃত করতে হবে। মাস্তানীর দিন শেষ। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দেশে রুপান্তরিত হয়েছে। আমি আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে ঘোষিত কমিটির সকলকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে বলবো আপনারা আমাদের মত তৃণমুলের অসহায় নেতাকর্র্মীদের জন্য সহযোগিতার হাত বেশি বেশি বাড়িয়ে দিন। আমরাও আপনাদের সাথে আছি এবং থাকবো।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) নজিরবিহীন হামলার শিকার ভিপি নুরুল হক নুর ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে এবার হত্যাচেষ্টা এবং চুরির অভিযোগে গত ২৬ ডিসেম্বর মামলা করা হয়েছে। এই মামলায় ভিপি নুরসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও ২০ জনকে অজ্ঞাতনামা আসামিও করা হয়েছে। মামলার বাদী মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মী ডিএম সাব্বির হোসেন। বাদী সাব্বির হামলার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার আসামিদের ঘনিষ্টজন বলে ক্যাম্পাসে গুঞ্জন উঠেছে।