রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের জাহাঙ্গিরাবাদ ও সাহাপুর গ্রামের ২২১ টি ভুমিহীন পরিবার দীর্ঘ ৩৫ বছরেও তাদের নেয়া খাস জমির স্থায়ী বন্দোবস্ত পায়নি। বিগত ১৯৮৬ ইং সালে ওই সব পরিবার স্থানীয় বামনীর বিলের চতুর্পার্শ্বের গো-চারন ভুমি হিসেবে দীর্ঘদিনের পরিত্যক্ত ১ নং খাস খতিয়ানভুক্ত ৬৮ একর জমি সরকারি নীতিমালা অনুযায়ী নিজেদের নামে ৩ বছরের জন্য অস্থায়ী বন্দোবস্ত নিয়ে অসমতল ভুমিকে সমতল বানিয়ে টানা ৩৫ বছর ধরে চাষাবাদ করছে। এক সময়ের গো-চারন ওই অসমতল জমিতে এখন বছরে দু বার ফসল চাষ হয়। ২২১ টি ভুমিহীন পরিবার প্রত্যেকে ৩০ শতাংশ করে জমি নিয়ে বোরো ও আমন ধান চাষ করে নিজেদের অন্নের সংস্থান করে নিয়েছে। ১৯৮৭ সালে ভুমিহীন দের জন্য সরকার খাস জমি স্থায়ী বন্দোবস্তের ঘোষনা দিলে সমিতির উদ্যোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়। এরপর দীর্ঘ ৩ যুগ সময় অতিবাহিত হলেও প্রশাসনিক নানা জটিলতায় শ্রেণী পরিবর্তনের অযুহাতে ২২১ টি পরিবারকে ওই ৬৮ একর জমির স্থায়ী বন্দোবস্ত দেয়া হয়নি। প্রশাসনেসর কাছে বারবার আবেদন নিবেদন করেও এরা কোন ফল পায়নি। উল্টো নানাভাবে এদের হয়রানীর শিকার হতে হয়েছে। গত ৩ যুগে বারবার করে এসব নি¤œআয়ের মানুষের উপর নানাভাবে ঝড়ঝাপটাও এসেছে। স্থানীয় কিছু স্বার্থান্বেষী মহল বিল খননের নামে একাধিকবার প্রকল্প বাস্তবায়নের নামে ভুমিহীনদের উচ্ছেদের পাঁয়তারা করেছে। বিলের পানি নিস্কাশনের নালা বন্ধ করে দিয়ে বোরো আবাদে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়েছে। কিন্তু সংঘবদ্ধ ভুমিহীন সমিতির এসব সদস্যের সম্মিলিত প্রতিহতের কারণে তা ব্যর্থ হয়েছে। তারপরেও এসব পরিবার সার্বক্ষনিক দুশ্চিন্তায় রয়েছে। কি জানি, কে কিভাবে এদের আবারও উচ্ছেদের অপচেষ্টা করে ? ভুমিহীনদের সহায়তাকারী সংগঠন ‘নিজেরা করি’র বিভাগীয় সমন্ময়ক মামুনুর রশীদ বলেন-কর্তৃপক্ষ ইচ্ছে করলেই এসব ভুমিহীন পরিবারের নামে ওই খাস জমির স্থায়ী বন্দোবস্ত দিতে পারেন। সংগঠনের অঞ্চল সমন্ময়ক কানিজ সুলতানা সাথী ও জাহাঙ্গিরাবাদ শাখার কর্মসূচি সংগঠক জয় শংকর বলেন,স্বল্প শিক্ষিত ও নি¤œ আয়ের এসব মানৃুষের কথা কেউ শুনতে চায় না। তাই তারা প্রশাসনের দরবারে বারবার ধর্ণা দিয়েও ব্যর্থ হয়েছে। পীরগঞ্জ উপজেলার সহ কমিশনার(ভুমি) সঞ্জয় কুমার ,উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম এ মমিন বলেন-বিষয়টি অবশ্য প্রক্রীয়াধীন রয়েছে। সময় হলেই এ সমস্যার সমাধান হবে।