বাগেরহাটে পিতৃহারা মেধাবী শিক্ষার্থী এস,এম রাকিবুল হকের বসত বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে চাচা ও ফুফুর বিরুদ্ধে। মৃত ভাইয়ের সম্পত্তি দখলের জন্য আপন ভাতিজা ও ভাবিকে নানা ভাবে হয়রানি করছে জাহিদ শেখ ও মাকসুদা বেগম।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী এস,এম রাকিবুল হক (২২) বলেন, বাগেরহাটের সদর উপজেলার কাশিমপুরে আমাদের বাড়ি। আমার পিতা ই¯্রাফিল হোসেন ২০০১ সালে মারা যায়। তারপর থেকে মাকে নিয়ে পৈত্রিক বাড়িতে বসবাস করে আসছি। বর্তমানে আমি পড়াশুনার জন্য বিশ্ববিদ্যালয়ে থাকি। এই সুযোগে আমার পিতার রেখে যাওয়া সম্পত্তির উপর আমার চাচা জাহিদ শেখ ও ফুপু মাকসুদা বেগমের লোভ হয়। আমাদের জমি জবর দখল করে ভোগ করার জন্য বিভিন্ন পায়তারা শুরু করে। একপর্যায়ে প্রতিবেশীদের সাথে নিয়ে পৈত্রিক বাড়ি থেকে আমাদের উচ্ছেদের লক্ষে বিভিন্ন প্রতিবন্ধতা সৃষ্টিসহ জমি দখল করে ঘর নির্মানের পায়তারা শুরু করে। বিষয়টি এলাকার চেয়ারম্যানকে জানান হলে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে দিয়ে মিমাংসা করে তাদেরকে আমাদের জমিতে আসতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ৩ ডিসেম্বর তারা আমার বাড়িতে অনধিকার ভাবে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ঘরে থাকা জমি বিক্রির ১ লক্ষ টাকা নিয়ে যায়। আমার মা বাধা দিলে তাকে কিল, ঘুষি ও লাঠি দিয়ে পিটাইয়া শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করে। সন্ত্রাসীরা আমার মাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। মায়ের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আমি সন্ত্রাসীদের ভয়ে এলাকায় আসতে পারছিনা।
ডেমা ইউনিয়ন চেয়ারম্যান মনি মল্লিক বলেন, সম্পদলোভী এক শ্রেনীর অসাধু ব্যক্তি এতিম ছাত্রটিকে তার পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য চেষ্টা করছে। বিষয়টি স্থানীয় গন্যমান্যদের সাথে নিয়ে পর্যালচনা করা হয়েছে। ই¯্রাফিলের পিতা এবাদ আলী ৩.২৮ একর সম্পত্তির সত্বাধিকারী। ৭ পুত্র ও ৪ কন্যা থাকায় ওয়ারিশ সূত্রে প্রত্যেক পুত্র .৩৬৪৪ একর জমির হকদার। সে হিসেবে মৃত ই¯্রাফিলের পুত্র রাকিবুল হক ৩.৬৪৪ একর জমির হকদার। ই¯্রাফিল নালিশী দাগের পৈত্রিক মোট ০.২৯ একর জমি ভোগ দখল করে থাকেন। সে হিসেবে রাকিবুল আরো .০৭৪৪ একর জমি পাবেন।
তিনি আরও বলেন, সার্বেয়ার তরিকুল ইসলাম সরেজমিনে জমি পরিমাপ করেন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গের তদন্ত মোতাবেক জানানো হয় পিতার ভোগদখলীয় সম্পত্তির মালিক এস এস রাকিবুল হক।