বাগেরহাটের উপকূলীয় জুড়ে বৃহস্পতিবার রাতে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকে থেমে বৃষ্টি হচ্ছে। এই শীতের মধ্যে বৃষ্টি হওয়ায় জনজীবনে নেমে এসেছে বিপর্যয়।বাগেরহাটের শরণখোলা মোরেলগঞ্জ সহ উপকূলীয় এলাকার মানুষের মাঝে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় খেটে খাওয়া মানুষগুলোর পড়েছে বিপাকে। তারা ঘর থেকে বাইরে বের হচ্ছেন না। রাস্তাঘাটগুলো রয়েছে ফাঁকা।
এদিকে বৃষ্টি উপেক্ষা করে জেলাপ্রশাসনের পক্ষ থেকে বাগেরহাট শহরের কয়েকটি বস্তি এলাকায় কম্বল বিতরণ করা হয়েছে। দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা তিন শতাধিক অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরন করেন।