বৃষ্টি ও বৈরি আবহাওয়া উপেক্ষা করে বাগেরহাটে দু’দিন ব্যাপী দূর্যোগ প্রস্তুতি বিষয়ক সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোন ও পায়রা উড়িয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন বাগেরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিটের শেখ কামরুজ্জামান টুকু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেণ, বাগেরহাট জেলা প্রশাসক মামুনুর রশীদ। বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট সেক্রেটারী তালুকদার নাজমুল কবির ঝিলাম এর সভাপতিত্বে আরও বক্তব্য দেন রেড ক্রিসেন্ট সোসাইটির দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের পরিচালক মো: বেলাল হোসেন, বাগেরহাট ইউনিটের কার্য নির্বাহি সদস্য আবুল হাসেম শিপন, সরদার আবুল কালাম মিন্টু, আফরোজা আক্তার, আজীবন সদস্য মাহমুদ হাসান, এপিএম শাহিনুর রহমান, ইউএলও আবদুর রহিম আকন, রেড ক্রিসেন্ট কর্মকর্তা লিয়াকত হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, যেকোনো দুর্যোগ মোকাবেলায় রেক্রিসেন্ট এর সদস্য ও স্বেচ্ছাসেবকরা যে ভুমিকা রাখেন তা প্রশংসার দাবি রাখে। আমরা মনে করি এ সম্মেলনের মদ্য দিয়ে তারা আরো জ্ঞান লাভ করবে। যেকোন দুর্যোগে তারা আরো গুরুত্বপূর্ন ভুমিকা পালন করতে সক্ষম হবে।
আয়োজকরা জানান, দু’দিনব্যপি এ সম্মেলনে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ঘূর্ণিঝড় ও এর প্রস্তুতি, খেলাধুলা ও বিতর্ক প্রতিযোগিতা, দুর্যোগের আগাম বার্তা, বহুবিধ ঝুকি মোকাবেলায় করনীয় সম্পর্কে বাগেরহাট ও পটুয়াখালীর চার শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও অংশগ্রহণ কারীদের প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে। ২৭ ডিসেম্বর সকালে শুরু হওয়া এ সম্মেলন ২৮ ডিসেম্বর বিকেলে শেষ হবে।