ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ইজিপিপি প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়নমুলক কাজের পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় অতিরিক্ত সচিব মোয়াজ্জেম হোসেন। বৃহস্পতিবার তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাটির কাজ, এইচবিবি করণ রাস্তা, দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ এবং ব্রীজের নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন।
এসময় তার সাথে ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রাণী সাহা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জিন্নাতুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বজলুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুলল্লাহ আল মাসুম সহ সংশ্লিষ্ট ইউপি সদস্য এবং কাজের ঠিকাদারগণ উপস্থিত ছিলেন।