অনুমোদনকারী কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতির অভিযোগে রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভাধীন ‘ব্রাইটওয়ে কম্পিউটার সেন্টার’ বাতিল করা হয়েছে। পরিবর্তিত কেন্দ্র হচ্ছে রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট। একই সাথে অভিযুক্ত ব্রাইটওয়ে কম্পিউটার সেন্টার পরিচালক সোহেলকে ভ্রাম্যমান আদালতে ১ বছর ৪ মাসের সশ্রম করাদন্ড দেয়া হয়েছে। আর তার প্রতিষ্ঠান সীলগালা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক নজরুল ইসলাম ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (শর্টকোর্স) মো. সুলতান হোসেন। তবে বৃহস্পতিবার রাতে বাকাশিবো’র ওয়েব সাইডে প্রকাশিত পরীক্ষা নিয়ন্ত্রক ড. প্রকৌশলী সুশীল কুমার পাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত পরীক্ষা কেন্দ্রটি বাতিল করা হল। যার পূর্বের কেন্দ্র কোড ২৩১৮০ থেকে ২৩১১৭ পরিবর্তন করা হয়েছে।
এর আগে নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, দূর্নীতির মাধ্যমে ‘ব্রাইটওয়ে কম্পিউটার সেন্টার’ কে পরীক্ষা কেন্দ্র বানানো হয়েছে। এমন সূত্রের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের সাথে বিষয়টির সত্যতা খুঁজতে গিয়ে বেরিয়ে আসে ভয়াবহ অনিয়মের চিত্র। বেরিয়ে আসে ব্রাইটওয়ে কম্পিউটার সেন্টার পরিচালকের স্বাক্ষর জালিয়াতির বিষয়টি। তিনি পরীক্ষা কেন্দ্র নির্ধারণীতে থাকা কর্মকর্তাদের যোগসাজসে উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসকের স্বাক্ষর জাল করেছেন। এরপর বিষয়টি ফাঁস হয়ে গেলে তাৎক্ষনিকভাবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এই ‘ব্রাইটওয়ে কম্পিউটার সেন্টার’ কেন্দ্রটি বাতিলপূর্বক রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট-এ ওইসব পরীক্ষার্থীদের পরীক্ষাগ্রহণের নির্দেশ দেন।
জানা গেছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬ মাস মেয়াদী ৩৬০ ঘন্টার বেসিক ট্রেড কোর্সের ফাইনাল পরীক্ষা ২৭ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে। রাজশাহীর পবা উপজেলার ২টি কেন্দ্রের মধ্যে ব্রাইটওয়ে কম্পিউটার সেন্টারও একটি কেন্দ্র। আর সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে ব্রাইটওয়ে কম্পিউটার সেন্টারে সকল কিছু প্রস্তুত করা হয় ভেনুকেন্দ্রে। কিন্তু জালিয়াতির বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় প্রশাসনিকভাবে অভিযুক্ত সোহেলের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হয়।
সূত্র মতে, অভিযুক্ত কেন্দ্রটি এবছরই অনুমোদন পায়। কিন্তু শর্তানুযায়ী এই কেন্দ্রটির কোন অবকাঠামো নাই। তারপরেও কেন্দ্রটির অনুমোদন দেওয়া হয়েছে। আর দুর্নীতির মাধ্যমে এটি সম্ভব হয়েছে বলে অভিযোগ উঠে। যার সত্যতাও মিলেছে বৃহস্পতিবার দুপুরে। নিয়মানুযায়ি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার সুপারিশক্রমে জেলা প্রশাসক কেন্দ্রের অনুমোদন দেন। কিন্তু পরীক্ষাগ্রহণের আগেরদিনেও অনুমোদিত এই কেন্দ্রের বিষয়টি জানতেন না অনুমোদনকারী কর্মকর্তা।
অথচ তথ্য অনুসন্ধানকালে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড প্রতিবেদককে বলেন সংশ্লিষ্ট ইউএনও এবং ডিসি স্বাক্ষরিত অনুমোদনকৃত সকল প্রমানাদি আমাদের দফতরে নথিজাত রয়েছে। তারা না জানলে এটা কীভাবে সম্ভব হল।
শিক্ষাবোর্ডের ভাষ্যমতে ব্রাইটওয়ে কম্পিউটার সেন্টারটির পরিচালক সোহেলের কাছে জানতে চাইলে এ বিষয়ে তিনি বলেন, ‘কে বলেছে ইউএনও এবং ডিসি ছাড়া কেন্দ্রের অনুমোদন নেওয়া যায় না। এমপির ডিও দিয়েও অনুমোদন নেয়া যায়।’ তাহলে ইউএনও এবং ডিসি স্বাক্ষরিত কেন্দ্রের অনুমতিপত্র শিক্ষা বোর্ডে কী ভাবে গেছে জানতে চাইলে বলেন, ‘এ বিষয়টি শিক্ষাবোর্ড থেকে তদন্তপূর্বকই কেন্দ্র নিশ্চিত করা হয়েছে। তবে বিষয়টি আমি জানিনা। যে ব্যক্তি দায়িত্বরত ছিলেন তার সাথে কথা বলে জানাচ্ছি। এসময় ওই দায়িত্বরত ব্যক্তির নাম পরিচয় একাধিকবার জানতে চাইলেও তিনি তা না দিয়ে সংবাদ পরিবেশনসহ ঘটনাটি নিয়ে আর সামনের দিকে অগ্রসর না হওয়ার জন্য প্রতিবেদককে প্রভাবিতের অব্যাহত চেষ্টা শুরু করেন।’
সার্বিক বিষয়ে কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আলহাজ্ব সুলতান বলেন, প্রাথমিক তদন্তে অনিয়মের বিষয়টি ধরা পড়ায় পরীক্ষাকেন্দ্র পরিবর্তন করা হয়েছে। আর সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জালিয়াতির বিষয়ে কঠোর ব্যবস্থাগ্রহণের জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।’
এ বিষয়ে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক নজরুল ইসলাম বৃহস্পতিবার রাতে বলেন, অভিযোগ প্রমানিত হওয়ায় অভিযুক্ত ব্রাইটওয়ে কম্পিউটার সেন্টার পরিচালক সোহেলকে ভ্রাম্যমান আদালতে ১ বছর ৪ মাসের সশ্রম করাদন্ড দেয়া হয়েছে। আর তার প্রতিষ্ঠান সীলগালা করা হয়েছে। আরো অন্যান্য ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।