ভূরুঙ্গামারীতে বিএনপি নেতা এনায়েত হোসেন (৬৫) বুধবার বিকাল ৪:০৫ মিনিটে পরপারে চলে গেলেন। (ইন্নাল্লিল্লাহে ------- রাজিউন)। ভূরুঙ্গামারী সদর ৫নং ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের মরহুম আলম হোসেন’র পুত্র এনায়েত হোসেন এহলিলা সাঙ্গ করলেন। মৃত্যুকালে এক পুত্র, এক কন্যা সন্তান, স্ত্রী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, ফেসবুক ফ্রেন্ড ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার ভূরুঙ্গামারী কোট মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং ভূরুঙ্গামারী কেন্দ্রীয় গোরস্থানে কবরস্থ করা হয়।
তিনি হঠাৎ করে অসুস্থ্য হলে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেয়া হয়। ডাক্তার ইসিজি করে দেখেন তার হার্ট ব্লোক হয়েছে। তার ছেলে হোসাইন আল মামুন জানায়, গতকাল এবং আজ তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করেছেন, হঠাৎ করেই অসুস্থ্য হয়ে মৃত্যুবরণ করেন।