কালিগঞ্জে অসহায় এক ভূমিহীন নারীকে ঘরবাড়ি থেকে উচ্ছেদের ভয় দেখিয়ে এক লক্ষ টাকা দাবির ঘটনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকার শত শত ভূমিহীন। এঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর ছেলে। এছাড়াও বিভিন্ন দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১২টায় কালিগঞ্জ সদরে এসব কর্মসুচি পালিত হয়।
কালিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসুচি চলাকালে ভূমিহীন নেতা মহব্বত আলীর সঞ্চালনায় বক্তব্য দেন রহিমা খাতুনের ছেলে সাইফুল ইসলাম, তার ভাই অব্দুস সোবহান, ভূমিহীন নেতা আতিয়ার রহমান, আঞ্জুয়ারা খাতুন, নার্গিস পারভিন, মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ প্রমুখ।
তারা বলেন, রহিমা খাতুনসহ কয়েক’শ ভূমিহীন দীর্ঘদিন ধরে কালিগঞ্জের চরযমুনা নদী ভরাট জমিতে বসবাস করে আসছেন। এই নদী খননের নামে উপজেলা চেয়ারম্যান ভূমিহীনদের জায়গা দেওয়ার কথা বলে টাকা তুলছেন। ভূমিহীন রহিমার কাছেও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, তার ছেলে অনীক মেহেদী ও সহযোগী আরিফুল ইসলাম আটুলসহ সন্ত্রাসী বাহিনী এক লাখ টাকা দাবি করেন। টাকা চাওয়ার বিষয়টি তিনি বুধবার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। বিষয়টি জানতে পেরে ওই দিন বিকেল ৩ টার দিকে মথুরেশপুর ইউনিয়নের দুদলী নতুন হাটখোলা সবজি চাতালে চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনী রহিমা খাতুনকে এলোপাতাড়ি মারপিটে জখম করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতে রহিমাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি থেকে হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পরে তারা দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি দেন।
এর আগে প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে সহ¯্রাধিক ভূমিহীন নারী, শিশু ও পুরুষ কালিগঞ্জের সোহরাওয়ার্দী পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে যেয়ে শেষ হয়।
এব্যাপারে জানতে চাইলে কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন, তার বিরুদ্ধে রহিমা খাতুন সাংবাদিকদের কাছে টাকা চাওয়ার মিথ্যা অভিযোগ করেছে। যমুনা খনন নিয়ে কথা বলার একপর্যায়ে রহিমা পা পিছলে পড়ে যেয়ে আহত হয়েছে। তাকে মারপিটের অভিযোগ ঠিক নয়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দোলোয়ার হুসেন বলেন, রহিমার উপর হামলার ঘটনায় তার ছেলে সাইফুল ইসলাম বৃহস্পতিবার একটি এজাহার দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।