মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২ দিন ব্যাপী লালনসাঁই বটতলায় ১৫ তম বর্ষ সাধুসঙ্গের উদ্বোধন করেন প্রধান অতিথি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি। এ সময় মন্ত্রী তার বক্তবে বলেন, ৯০ দশক থেকে বাংলার এসব ফোক গান হারিয়ে যেতে বসেছে। খুদামুক্ত দারিদ্রমুক্ত অসাম্প্রদায়িক রাস্ট্র করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু। আপনারা ধরে রেখেছেন তাই আমার নির্বাচনী এলাকা চট্টগ্রামের আনোয়ারায় এমন অনুষ্ঠান আপনার করলে আমি সেখানে থাকব।
ফকির লালন সাঁইজীর জীবন কর্ম ও মানবপ্রেমের মর্মীয় বানীর পরিবেশন ছাড়াও বাংলার লালন ফোক সংস্কৃতিকে বিশ্ব দরবারে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য সাধুসঙ্গের। এ উদ্দেশ্য নিয়ে এবারও সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়ায় গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় উদ্বোধন করা হয়। সাইজীর আগমনী গানের মাধ্যমে অধিবেশন শুরু হয় পদ্মহেম ধামে। সাধুসঙ্গকে সফল করতে ইতিমধ্যে দেশ-বিদেশের লালনভক্তের পদচারণায় সিরাজদিখানের প্রত্যন্ত অঞ্চল মুখর হয়ে উঠেছে। দুই দিনের এ আয়োজনে ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সাঁইজী নহীর শাহ, সামছুল ফকির, মহরম শাহ, টুনটুন বাউল, ইলামা বাউল লালনের গান পরিবেশন করেন।
পদ্মহেমধাম এর প্রতিষ্ঠাতা মো.কবির হোসেনের সঞ্চালনায়, দরবেশ নহীর ফকিরের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা অতিরিক্তি জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার, জেলা আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক এড. সোহানা তাহামিনা, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান) সার্কেল মো. রাজিবুল হাসান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জল, থানা অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন, বালুচর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিকসহ অনেকে।