সড়ক দূর্ঘটনায় ভাইয়ের মেয়ে জামাইের লাশ দেখতে আসার পথে ফুফু শাশুড়িও সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।
এমন হৃদয় বিদায়ক ঘটনা ঘটেছে কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলাতে।
এলাকাবাসী জানান- বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার জগদাসপুর গ্রামের জায়নাল ম-লের ছেলে কাপড় ব্যবসায়ী জাহিদুল ইসলাম (৪০) বাড়ি থেকে বাইসাইকেল যোগে কোটচাঁদপুর উপজেলার গেটের সামনে অবস্থিত তার দোকানে যাচ্ছিলেন। এ সময় তিনি রুদ্রপুর গ্রামের ভাঙ্গা সরু রাস্তায় একই পথে সামনের যাওয়া ট্রাক ওভারটেক করতে গেলে ওপর দিক থেকে আসা ইঞ্জিন চালিত ভ্যান সামনে চলে এলে তিনি নিজেই বাইসাইকেলসহ চলন্ত ট্রাকের বডির উপর পড়ে যান। এতে জাহিদুল ইসলাম মাথায় গুরুতর আঘাত পান। সাথে সাথেই এলাকাবাসী তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় ট্রাক চালক ভয়ে সেখানে ট্রাক ফেলে পালিয়ে যায়।
এদিকে ভাইয়ের মেয়ে জামাই নিহত হবার খবর পেয়ে মহেশপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের তারা মিয়ার স্ত্রী খাদিজা বেগম (৫০) জামাইের লাশ দেখতে আসার পথে ভালাইপুর নামক স্থানে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তিনিও সড়ক দূর্ঘটনায় নিহত হন। স্থানীয় জানান- একটি ব্যাটারী চালিত খোলা ভ্যানের পিছনে বসে খাদিজা বেগম কোটচাঁদপুরে আসছিলেন। এ সময় পিছন দিক থেকে দ্রুতগামী মটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে ভ্যানে পিছনে ধাক্কা দিলে খাদিজা খাতুন পড়ে যেয়ে ঘটনাস্থলেই নিহত হন।
এঘটনার সত্যতা স্বীকার করে মহেশপুর থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) রাশেদুল আলম বলেন- লাশ উদ্ধার করে মহেশপুর থানায় রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
এদিকে কোটচাঁদপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম জানান- জাহিদুল নিহতের ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে নিহতের ছেলে নাহিদ হাসান বাদী হয়ে থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।