তালা উপজেলা হিন্দুবৌদ্ধ খ্রীষ্ট্রান ঐক্যপরিষদের ত্রিবার্ষিক সস্মেলন গতকাল বেলা ১১টায় পাটকেলঘাটা কেশবলাল মহাশ্মশানে অনুষ্ঠিত হয়। সহকারী অধ্যাপক স্বরোজিৎ কুমার ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা হিন্দুবেদ্ধৈ খ্রীষ্ট্রান ঐক্যপরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা হিন্দুবেদ্ধৈ খ্রীষ্ট্রান ঐক্যপরিষদের সাধারন সম্পাদক স্বপন কুমার শীল,তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও তালা উপজেলা পূজাউদযাপন পরিষদ সভাপতি ঘোষ সনৎ কুমার
অন্যান্যের মধ্যে জেলা কমিটির সদস্য সুধাংশু শেখর সরকার,নিত্যানন্দ আমিন,বাসুদেব সিংহ,সদর উপজেলা সভাপতি শিবপদ গাইন,তালা উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারন সম্পাদক প্রনবঘোষ বাবলু,জেলা কমিটির যুগ্ম সম্পাদক ঘোষ প্রদ্যুৎ কুমার,সরুলিয়া ইউনিয়ন সভাপতি পুলক কুমার পাল জেলা যুব ঐক্যপরিষদ আহবায়ক কুমার ইন্দ্রজিৎ সাধু । আলোচনা শেষে সহকারী অধ্যাপক স্বরোজিৎ কুমার ঘোষ কে সভাপতি ও ইন্দ্রজিৎ কুমার বাপ্পীকে সাধারন সম্পাদক নির্বাচন করে কমিটি গঠন করা হয়।