১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পরও কিন্তু একটি সরকার ছিলো। সে সরকারের কিন্তু একজন রাষ্ট্র প্রধান ছিলেন, ওনি কি করেছেন! জননেত্রী শেখ হাসিনা বছরের প্রথম দিন ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দিতেন। আর ওনাদের সরকার প্রধান জিয়াউর রহমান হিজবুল বাহারে প্রমোদ-প্রমনের নামে ওনি ছাত্র-ছাত্রীদের হাতে কিন্তু অস্ত্র আর অর্থ তুলে দিয়ে ছিলেন। বছরের প্রথম দিন যেখানে শেখ হাসিনা বই দিতো, সেখানে বছরের প্রথম দিন বেগম খালেদা জিয়া হরতাল ডেকে ছিলো। এই কোমল মতি ছাত্র-ছাত্রীরা যাতে বই নিতে না পারে।
গজারিয়া কল্যাণ সমিতি, নারায়ণগঞ্জ এর উদ্যোগে কৃতী ছাত্র-ছাত্রীদের সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্ত্যবে এ কথা বলেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
বৃহস্পতিবর (২৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা কমপ্লেক্স মিলানায়তনে গজারিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০১৫, ২০১৬, ২০১৭ সালের কৃতী ছাত্র-ছাত্রীদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, গজারিয়া কল্যাণ সমিতি, নারায়ণগঞ্জ প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজ আহমেদ, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া কল্যাণ সমিতি, নারায়ণগঞ্জ সভাপতি মো: শাহজাহান খাঁন।