টঙ্গীতে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানী লিমিটেড (ডেসকো)’র উদ্যোগে মতবিনিময় ও গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহৃস্পতিবার বিকেলে এরশাদনগর মজিদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে ডেসকোর টঙ্গী পশ্চিম জোন।
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানীর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রি: জেনারেল (অব.) শাহীদ সারোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেসকোর নিবার্হী পরিচালক ( টেকনিক্যাল) জগদীশ চন্দ্র মন্ডল, নির্বাহী পরিচালক (প্রশাসন) নুর মোহাম্মদ, নির্বাহী পরিচালক প্রকৌশলী একেএম মোস্তফা কামাল, প্রকৌশলী এসএম হাবিবুর রহমান, রায়হান আরেফিন, স্থানীয় কাউন্সিলর ফারুক আহমেদ, সাংবাদিক হাজী এসএম মনির উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ডেসকো কাজ করে যাচ্ছে। ডেসকো গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহে বদ্ধপরিকর।
বক্তারা র্আও বলেন, ডেসকো ১৯৯৬ সালে পাওয়ার সেক্টর রিফর্ম প্রোগ্রামের আওতায় সরকারী কোম্পানী হিসাবে আতœপ্রকাশ করে। ১৯৯৮ সালে প্রাক্তন ডেসার মিরপুর এলাকা নিয়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। মিরপুর এলাকার সাফল্য দেখে পরবর্তীতে ২০০৩ সালে ডেসার গুলশান, উত্তরা এবং ২০০৭ সালে টঙ্গী এলাকায় প্রদান করা হয়। বর্তমানে ডেসকোর মোট গ্রাহক সংখ্যা প্রায় ১০ লাখ।
গণশুনানী অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের গ্রাহক তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন। সে সকল মতামতের ভিত্তিত্বে ডেসকোর কর্মকর্তারা তাদের অভিমত ব্যক্ত করেন।