পঞ্চগড়ের আটোয়ারীতে আইন শৃঙ্খলা ও চোরাচালান কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার এর সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান এর সভাপতিত্বে এই সভা অনুষ্টিত হয়। এতে উপজেলা আইন শৃঙ্খলা ও চোরাচালান কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. ইজার উদ্দীন, ইউপি চেয়ারম্যান, বিজিবি প্রতিনিধি, উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, আটোয়ারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এ রায়হান চৌধূরী রকি সহ আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আটোয়ারী উপজেলার আইন শৃঙ্খলা সমুন্নত রাখার ক্ষেত্রে সকলের প্রাপ্ত তথ্য ও উপজেলার বাকমারা নদী’র ৩৫ একর খাস জমির জলাশ^য় অবৈধভাবে দখলের বিষয়ের উপর আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।