রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ড কমিটি গঠন পন্ড হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আড়ানী ইউনিয়ন পরিষদ মাঠে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কমিটি গঠনের আয়োজন করে। এই কমিটি গঠন অনুষ্টানে দুই পক্ষের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের প্রার্থীর সমর্থিকরা আলাদাভাবে বসে। এতে এক পক্ষ অন্য ওয়ার্ড থেকে লোজজন নিয়ে এসে বেশি সমর্থন করা হয়েছে বলে অভিযোগ করেন। এই অভিযোগের প্রেক্ষিতে উভয়ের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে আড়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থলে এসে তার পরিষদের মাঠে কোন হট্রগোল করতে দিবে বলে জানিয়ে দেন। পরে কমিটির আয়োজকরা কমিটি গঠন না করে চলে যায়।
এ বিষয়ে আড়ানী পৌর বিএনপির আহবায়ক জাহিদ হোসেন মাষ্টার বলেন, দুই পক্ষের উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কমিটি গঠন স্থগিত করা হয়েছে।
এ দিকে আড়ানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, আমার পরিষদ মাঠে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে উভয়ের মধ্যে উত্তেজনার খবর পেয়ে যায়। সেখানে অনেক লোকের সমাগম এবং উত্তেজনা। উত্তেজনা নিয়ন্ত্রণ করি এবং আয়োজকদের এ মাঠ থেকে চলে যেতে বলি। পরে তারা এখান থেকে লোকজন নিয়ে চলে যায়।