বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বোদা উপজেলা শাখার নির্বাচনে মোঃ আজগর আলী হারুন সভাপতি এবং মিজানুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দীর্ঘ ১৯ বছর পর বোদা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। গত বুধবার বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত এক টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ৫৩২ জন ভোটারের মধ্য ৪৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এদের মধ্যে সভাপতি পদে ৩ জন প্রার্থী এবং সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিন্দন্দ্বীতা করেন। এতে মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগার আলী হারুন ২২৪ ভোট পেয়ে সভাপতি এবং বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিজানুর রহমান ২২৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বোদা উপজেলা ৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে হাসিবুল কাওসার ও সিনিয়র যুগ্ম সম্পাদক পদে ইছানুর রহমান নির্বাচিত হয়েছে। অন্যান্য পদের সদস্যরা সিলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন বলেন শিক্ষক সমিতি সুত্রে জানা গেছে।